শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর,
কাস্তে হাথুড় মনের বাঁধন শক্ত করে ধর ।
পথে আছে বিষম কাঁটা ,
হেসে খেলে নিজেই আঁটা ।
তুফান ঝড়ের বন্ধু হলে সাহস হবে বর ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ;
শক্ত করে ধর রে মাটি , তাকে কর উর্বর ।
সোনার খেতে সোনার ফসল ,
সেটাই হবে আসল ফল ।
ঘামে ভেজা শরীর হবে ঠাণ্ডা শীতল জল ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ;
মাটি খাঁটি মধুর ভাটি, তাতে বানাস ঘর।
ভোরের বায়ু মৃদু বয় ,
ঠাণ্ডা ঠাণ্ডা শীতল হয় ।
প্রাণ জুড়ানো মনের ভাষা, মাটির মা ডেকে কয় ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।
মাটির মা ই সকল সুখ, ধ্যান যে তুই তারেই কর ।
তুই যে মেটাস সবার ক্ষুধা ;
খালি পেটে নেই যে সুধা ।
ক্ষুধার জ্বালা মহাজ্বালা, পার পাবেনা সুধাকর ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।
চিকেন মটন বিরিয়ানি ধোঁয়ায় ভরবে শূন্য ঘর ।
ভাতের হাড়ি শুধুই জলে ,
কেমন করে উঠবে উথলে;
চাষী তুমি সবার মূলে তবু তোমার মনে ডর ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।
সবাই তোমার নাকের ডগায় , বানায় ওদের মহলঘর ।
তোমার ফসল বাটে পরে,  
গোডাওনে পঁচে মরে ;
মাথার ঘাম পায়ে ফেল ঘামের গন্ধে ধানের খর ;
শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।


শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর ।
এমন দেশের চাষী তুমি, তোমার নেইকো পোক্ত ঘর ।
চলো সবাই করব বলে ,
মিছিল গড় দলে দলে;
বিরাগ ভাজন করবে নেতা ভাঙবে তোর খেরের ঘর ।
তাই শক্ত করে ধর রে লাঙল, শক্ত করে ধর।


বাবুল আচার্যী  27/07/2016