আজো সহস্র জঞ্জাল পড়ে আছে পৃথিবীর বুকে_
সে মলিন টার্পোলিনের পুরু আস্তরণ তো নয়;
দিবালোকে চুরুট ফুকে ,শব্দভেদী বান মনে ঠুকে ।
পাগল উত্তাল হাওয়া নদীর স্রোতে যেন বয় ।
সবুজ ঘাসের মাঝে গজায় লম্বাটে দাপুটে ঘাস ,
জীবন দুর্বিষহ করে নীরহ সবুজ দুর্বা দলের ;
নিংড়ে নেয় মৃত্তিকা র রস,দিবারাত্রি বারোমাস  ।
রুগ্ন জীর্ণ পদদলিত আহত হয় বিবর্ণ মনের ।
ওরা কারা? যারা বিষায়েছে জলের বৈকুণ্ঠধারা
রক্ত চোষার মত লালায়িত ওদের  রক্তিম কণ্ঠ_
গগনচুম্বী আজ নিষিদ্ধ বিশ্বাসের বিষাক্ত পারা।
আমরাও নিয়েছি শপথ আকণ্ঠ , নিয়েছি মন্ত্র ;
মুষ্টিবদ্ধ হাত সংহত ,এক একটী বিশেষ যন্ত্র
পৃথিবীর বুকে আজ যারা তপ্ত শতাব্দীর অভিশাপ,
রুখে দিব ওদের,আমরাই কয়লার নিহিত উত্তাপ ।


বাবুল আচার্যী  23/08/2016