ভিক্ষা চাই তোমাদের কাছে ......
মরে বেঁচে মিনতি করি গো তোমাদেরি পাছে ।
একটিবার ফিরায়ে নিয়ে যাও মোরে,সেই সবুজ জগতে ।
যেখানে চার পায়ে হেঁটে ধুলো মাটি ঘাসের গন্ধ মাখতুম...
এই ধুলি র  দেহেতে ।
সে সময়ে ছিলোনা যদিও বড়দের মত ভারসাম্য ,
এ দেহ-মন-আত্মজার এমন অসাম্য ;
তবুও জল কাদা মাটিই ছিল ছোট্ট শিশুর অতি কাছের,
ওরা ছিল মনের সবুজ শাখা প্রশাখা প্রাণবন্ত জীবনের ।
মাটির সোঁদা গন্ধ গায়ে মেখেছি, কত খেয়েছি,
টুপুর টাপুর বৃষ্টিতে ভেজা কাদায় কত খেলেছি ।
আঁকড়ে ধরেছি,ঝাপটা মেরেছি ,পায়ে ঠেলেছি_
মায়ের কোলের মত ধরণীর মাটিকে কতবার ।
প্রাণের বান্ধব সে শত শত বর্ষ ধরে যুগে যুগে অনিবার ।
কাছ থেকে দেখেছি, তাঁর হাত পা সবুজ শাখা ছুঁয়েছি;
দিবস রজনী খেলা খেলে তাঁর সাথে মেতেছি ।
স্নেহ ভরা মন তনু ভরা কোমলতা ,
দেখে নিঃশ্বাস ছাড়ি তার হৃদয়তা !
কিন্তু বাঘের নখের হিংস্রতায় আজ ক্ষত-বিক্ষত এ দেহ ও মন ;
আমি মরে গেছি বহুদিন আগে , মরে বেঁচে থাকায় কি জীবন ?


বাবুল আচার্যী   04 / 09 / 2016