আর কত অশ্র-পাথর রেখে বুকে দহনে জ্বলবে অন্তর,
আর কত ধোঁয়ায় ভরিয়ে অবরুদ্ধ করবে আমার ঘর ।
আর কত রক্ত জবার লালিমা খসে পড়বে বাগিচায় ,
আর নয় ....
আজ নিয়েছে শপথ হুঙ্কার তুলেছে মায়ের সেনানী ,
তর্জনে গর্জনে দুন্দুভি বাজবে বন থেকে বনানী_
আর কত ঢেকে রাখবি এ মরদেহ শান্ত সবুজ পাতায় ?
ঘুম পাড়াব তোকে তোর কাঙ্খিত লজ্জিত সজ্জায় ।


বাবুল আচার্যী  12/10/2016