আর কত বাঁধবে বুকে,ফুল বাহু সুগন্ধি ডোরে রাতের এ সজ্জায় ?
কাল ভোরেই দেবো পাড়ি,মাটির রঙ মিশবে  হাড়ের সব মজ্জায় ।
প্রিয়, থাকবে কি এ প্রেম নিবেদন,মদিরায় নেশা গন্ধ পেয়ালাতে ?
এ নেশা কর্পূর,উড়ে যাবে,দেখে মা তোমার কণা মাত্র আঁচড়ে তে।
তুমি সুখ পাখি,দিও না গো আর শিরীষ ছায়া অন্তর-ঘন-রোদ্দুরে
বট ছায়া দেয় মা অন্তরে প্রতি প্রত্যুতরে শত্রু হানার প্রতি অক্ষরে।
এ যে অন্তর্দাহ বড় সুধাময় শেষ হতে চায় নিগূঢ় তৃপ্তির আশায় ;
কুহেলির মাঝে পাতব শব বিছানা,সাজব আমি রণ রণ-সজ্জায় ।
তোমার স্বপ্নের ভিলা শ্বেত কপোত ডানায় ভেসে দিগন্তে বেড়াবে _
বিদ্যুতের ঝড়ো হাওয়ায় ঘন কালো মেঘে সে কি উড়তে পাড়বে?


বাবুল আচার্যী  24/10/2016