সাঁঝের আগমনী বার্তায় সাঁঝ বৌর মুখমণ্ডল হয় আবির রাঙা ,
ঘোমটা অবারিত, রোদ ঝড়া গায়ে_
কাঞ্চিভরম শাড়ি ও পাড়ে কাঁচা হালদিয়া জামদানি কামরাঙা ।
চেয়ে থাকে অপলকে নয়ন যুগল আমার ইহলোকে আতর তৃষায়;
বিশ্ব- চড়াচড়ে সাজানো গোছানো সব,এ সুন্দর ভুবনের আলনায়।
থরে থরে সজ্জিত কলার ছড়ির মত নীললোহিত গ্রহ- নক্ষত্র-পুঞ্জ,
শত কোটি তারার মাঝে আঁখি তার প্রজ্বলিত,সৌর শক্তি-পীঠ কুঞ্জ।
আঁচল তার উড়ে উড়ে যায় দিবায় সমুদ্রের খোলা নির্ঝর বাতাসে;
সমুদ্রের সফেন ঢেউ খেলা করে সমস্ত বদন জুড়ে সারা আকাশে ।
চুম্বকীয় তত্ত্বে এক নিগূঢ় অনন্ত আবরণী বন্ধনীর বন্ধনে;
জড়ায়ে আছে গোটা বিশ্ব, জন্ম- মৃত্যু- বিবাহ-ত্রিসত্যের সন্ধানে ।


বাবুল আচার্যী    29/01/2017