চুপ করে চোখ বুজে থাকতে চাই,
আজ আর বলবো না মুখে কোন কথা ।
নিঃশব্দে র  আঁচড়ে মনে খুব লাগে ভাই ব্যাথা ;
মোহন বীণা'র মৌন রূপ আমায় তিলে তিলে ভাবায় ।
সন্দেহের ব্যাথা ওঠে থেকে থেকে মনের মাঝ দরিয়ায় ।
আছড়ে পড়ে নয়নের জল,কপোল থেকে ভূতলে,
বরষার ঝড় ঝড় দিনেও আসেনি এমন ঝড়_
বসন্তের বাতাসে এলো এমন ঘুর্নিঝর;
ভেঙে দিলো খরকুটো খেলাঘর,
তছনছ মায়ার সংসার।
সন্দেহের মনে পুঞ্জীভূত ক্ষোভের রেখা দাগ কেটে আছে ;
দিনের শেষে বারবেলায় কেহ বিদায় নিয়ে গেছে,
আসেনি সে ফিরে এখনও সন্ধ্যা নদীর তীরে।
ফিরব আমি কবে আবার সকলের ভীড়ে,
ওর ভালোবাসার কুহু কুহু নীরে।


আমি অনাগত আশঙ্কার কুলে ডুবে আছি, জলমগ্ন চারিধারে।
নির্ঝর বাতাসে উড়ে যাব খরকুটো র মত অনন্ত পুরে _
ভ্রান্ত পথে রাত জাগা জোনাকির ভীড়ে,
মন গুঞ্জন ভোমরা র দলে,
অন্ধকার পথে বিফলে ।


উড়ে যাব আমি ও আমার পাতাবাহার সবুজ কবিতা ।
লিখে রেখেছি তোমার নামে একটি প্রেমের কবিতা ' অনিন্দিতা' ।
আমার শঙ্কা উড়ে যাবে পূর্ণিমা রাতের জ্যোৎস্না ভেদ করে;
কোন এক অজানা আদিম প্রান্তের সীমানার পারে ,
বুক চেপে কাঁদব ঝর্ণার কলতানে ঝর ঝর করে ।
সেই জল গড়িয়ে তোমার আঁচল ভিজবে _
সেদিন তুমি আমায় বুঝবে ।


মেঘ করেছিল তোমার আয়নায় ,আমার ছোট্ট ভুলের শঙ্কায়!
ভুলের ভুলেতেই পূর্ণিমা ফিরে এলো অমাবস্যায় ;
এ অমারাতে র পালাবদল হবে পূর্ণিমায়,
আসবে ফিরে আবার বাটিকায়;
হৃদয়ের কুহু কুঞ্জ তীরে।

উলঙ্গ ছেলেটিকে আজ বড় সুন্দর মনে হয়,
সপ্রতিভ উজ্জ্বল রম্য মধুর কান্তিতে সে নয়;
বেমানান মনে হয়......
তবু আমার মনের ছবি দেখতে পারি ,
ওর চোখের ঝাপসা য়  ।
ওর গায়ে হেলান দিয়ে আমার বসতে ইচ্ছে করে ।


বাবুল আচার্যী    21/02/2017