অহং মনেতে যদা গরব বিরাজে,
পর্বত শৃঙ্খল যত ভাঙে অবিরত।
অহমিকা দম্ভ গিরি গগনে গরজে,
জ্যৈষ্ঠ তাত জ্ঞানরহিত শঙ্কা নিয়ত।
ঋণমুক্ত দায় ভার নাহিকো অন্তরে;
জননী-অমৃত-ধারা বিষাদ পাসরা ।
নারী সিক্ত মদোন্মত্ত রাতের খসড়া,
দেবদ্বিজে ভক্তিযোগ শূন্য পর্ব ঘরে।


জুয়া মদে অপব্যয়ে বাসন্তী মরন;
দিগ্বিদিক দিশাহীন রাজসিক মন ।
তমোগুণী কমণ্ডলে 'ওঁ নমঃ সুর্যায়',
শান্তির বিহিতে শুরু নিশির অধ্যায়।
বিবিধ বিধানে , তস্কর ভাস্করী হয়_
মরাতে রামের অর্থ জানিও নিশ্চয় ।


বাবুল আচার্যী  22/02/2017