পৌষের একটি সকাল,
চিন্ময়ী কুয়াশার জাল ।
জল বিন্দু ওড়ায় হাল্কা পরিভাষা,
মিন্ময়ী ধরণীর বুকে মিশে যাবে,আশা !
যাওয়ার আগে ঝড়ে, গল গল বেদনা ;
কুয়াশা জল হয়ে পড়ে, কি যে যাতনা ।
বড়ো মমতাময়ী তার শীতল বাঁধন ;
লতা ,গুল্মে ,বৃক্ষে ,ঘাসে করে অঙ্কণ ।
স্বচ্ছ স্ফটিক রেখা, জীবনের হয় দেখা ;
-------সবুজের পারে ।
মনুষ্যের ঘরে , মিল মেলাবার তরে ।
কুহেলি,তুমি হতে পারো অভ্রভেদী জাল_
তবু তোমার ব্যপ্তি ছড়িয়ে আছে এ বিশ্বজুড়ে ।
যেখানে কৈলাস,  সেখানে তোমার বিশ্বাস ;
হিমেল হাওয়ার পরে চলে, নিশ্বাস- প্রশ্বাস ।
তোমার ঐ কুহেলির ঘরে ;
যেতে ইচ্ছে করে বারেবারে ।
আমার ......
মনের রেশম কোনে ছুঁয়ে যায় কনকনে এক সুর;
আসে সে দরবার থেকে ,----তুমি আছে বহুদূর ।
এ ব্রহ্মাণ্ডের অগুনতি দ্বারের কত কপাট আছে খোলা !
আমি ভালোবাসি কুহেলির খেলা ---শীতের এ ভোরবেলা।


বাবুল আচার্যী   09/01/2019