রেশমের ধাগা ছিড়ে গেছে কবে, তবু বন্ধনে মরি ;
যদি সে এসে জড়াত ক্রন্দনে,মিলে হাত ধরাধরি।
সন্ধ্যার ঝিমানো বাতাসে ও ঝড়ত কত ঘর্ম - জল!
পুরোনো দোলায় হিম হয়ে যেত কতো তিক্ত- ফল।


বাবুল আচার্যী     11/01/2019