তুমি আমার রাতের স্বপনচারিনী,
আমার মনের গরব অভিমানীনি ;
তুমি এসে রোজ আমার স্বপনে,
দিয়ে যাও সেই সুখ বীজ বপনে।
জানি জানি তুমি অচেনা অনাহুত দিবসে_
না জানি কোথায় বসে থাক চিত্তের হরষে।
থাকি আমি লালায়িত,
মন প্রাণ হয় বিগলিত;
আনচান মন হয়ে যাবে শান্ত শুধু তোমার মুখ পরশনে,
ইতি উতি ফিরে দেখি বারবার যদি আঁখি ভরে দরশনে।
এসো আমার স্বপনে এসো নিশি যাপন কারিনী,
স্বপনে এসে যোগাও শক্তি , তুমি শকতি ধারিনী ।


তুমি এসে ভালোবাসো আমায়, নিশির শেষ প্রভাতে_
ছেড়ে যাও চলে আবার তুমি অঘোর নিদ্রায়,- হটাতে;
যেতে যেতে প্রাণঢালা বিশ্বাস ভরে দাও ;
হারানো বিশ্বাস প্রতিদিন আমার ফেরাও।
আমি এক দৃষ্টিতে চেয়ে থাকি তোমায় ,
নিশি ফুরিয়ে যায় তোমার ভালোবাসায়!
চোখ খুলে দেখি আলোর আকাশ,কে এসেছিল রাতে,
বলেছিলে তুমি আবার আসবে নিশির শেষে,- প্রভাতে ।


এই ঘামে ভেজা জীবন দূঃখ মর্মের দিনের কাহিনী,
একটু চায় নিরিবিলি ছায়া যেন পাখির কূজন শুনি ।
হাহাকার ভরা প্রাণে ফুরাবে কে এই চাওয়া;
তুমি যেটুকু দাও প্রাণে, সে টুকুন হয় পাওয়া।
এই ভালোবাসা বুকে নিয়ে এগিয়ে যাই পথ_
ধমনীতে ভরে দাও যে শক্তি , তুমি মনোরথ;
তুমি এসো তায় বারবার ওগো আমার স্বপনচারীনি,
আসতে না পারো দিবসে ,এসো স্বপনে অভিমানীনি ।


বাবুল আচার্যী    19/01/2020