স্বাধীনতার যুগে আজো পথে প্রান্তরে ঘুরে কতো দগ্ধ- প্রান;
দুমুঠো যোগাতে হিমশিম খায়, শোনাবে কে স্বাধীনতার গান ?
পান্তা - ভাতের সাথে অশ্রু গড়িয়ে পড়ে নিজেরি রঙ হারায়;
মন-ঘাস-দল সবুজ বিহীন হীন দীন হয়ে ঘাসেই মুখ লুকায়।
স্বাধীনের কাছে স্বাধীনতা চাই,--ছেঁড়া ওড়নাটা ওড়াতে চাই;
অহং মনেতে তোমার যে আগুন ঝড়ে , দহনে আমি হই ছাই।


বাবুল আচার্যী    17/08/2019