মনের সংলগ্ন দুয়ারে যে, খেয়েছি কত হোঁচট, ঘাত;
মনে হয় আমার, ----সে সবি ছিল মনেরি অপঘাত ।
সবুজকে সবুজ ই দেখতে চেয়েছিল, এমন সবুজ!
ঘাত- প্রতিঘাতে, বুঝেছে এখন,সে ছিল বড় অবুঝ।
যে দিগন্তের নীল ছিল, আমার মনের সব পূর্ণতা;
সে মেঘের বৃষ্টিতে ভিজে গেছিল, এমনের শূণ্যতা ।
শূণ্য তার মধ্যে ভেসে আছে,- কত শত সহস্র তারা,
তারি মাঝে তুমিই তো ছিলে, সে ধ্রুবতারা,নির্ঝরা।
ফর- ফর শব্দরা বইত তোমার, যেন কলকল নদী!
ঝর -ঝর করে ভিজিয়ে দিতে এ বুক,তুমি, নিরবধি।
সে ধারার গতি আজ অন্য গ্রামের বুকে বিঁধে যায়!
ঘাত প্রতিঘাতে মনের ভাস্য হিম হয়ে যায়, মজ্জায়।
ভাবতাম! বসে বসে, হে ঈশ্বর, তুমি দিলে কি অপার;
আজ বুঝেছি,-- এই ছিল তোমার সেই দামী উপহার?