উত্তাল সর্মিলা
সাগরে উঠেছে বান।
ইথারে 9নং সংকেত
তরী নিয়ে মাঝি তীরে আসার আহব্বান।


অদ্য কুন্জবনে বরষাধারায় হারিয়ে যাওয়া টিয়া۔۔۔
খুঁজে ব্যাকুল যেন তার সহধর্মিণী প্রিয়া।


ঘন কালো ঐ মেঘের কোণে
বজ্রপাতের গর্জনে
আঁতকে উঠছে মন।
আজ কেন যে বার বার?
জানিনা আমার
স্মৃতিকাতর-মন,
করছে স্মৃতিচারন,এই বাদলধারা বর্ষণে।


অনেক কাঙ্ক্ষিত বারিধারা,
ঝরে যখন অঝোরধারা।
তিক্ত মন- বলে উঠে তখন,
থামবে কখন এ ভারি বর্ষণ?


কি অদ্ভুত!
আমি নির্বোধ
রোদেলা প্রহরে চাই বৃষ্টি স্নান।
বৃষ্টিভেজা সন্ধ্যায় চন্দ্ররিমা আলো করি আহব্বান।
              ---12/06/16