অসীম দিগন্ত যার নেই কোন অন্ত
তুমি দূরন্ত কেন আজ এত শান্ত?


বসুধার এই ঘূর্ণিপাতে
আলো নেই কেন আজ প্রভাতে?
ছিলে আমার প্রভাত ফেরি
হয়ে আমার রঙিগন  তরী |


হলদে আভায় গোধূলী লগ্ন
তোমারস্মৃতি করে মম মগ্ন |


গগনের ঐ ঈশান কোণে
রংধনুর ঐ সপ্ত রঙেগ
রজ্ঞিত ঐ  তপো বনে,
বিষাদের এক পূর্ব আবাস
তবে কি তুমি মেঘলা আকাশ ?


অনাবৃত ছায়াপথে অঙ্কিত আল্পনা
বিমোহিত  গ্রহাণুপূঞ্জ করে তোমার বন্দনা
আমার আনকুড়ে-  তান পোড়া
ভেবে তোমায়  ঝড় তুলে সুরের মূর্ছনাI


আজ নেই তুমি আছে তোমার স্মৃতিরাশ
আছে গোলাপ রজনীগন্ধা যার নেই কোন সুবাশ
তোমার স্মৃতি-প্রেমের আরতি আজ ইতিহাস
তবে কি আজ হৃদয়ে -তুমি মেঘলা আকাশ?