সুনসান নীরবতা চারিদিকে শূন্যতা
কালো মেঘে ঢাকা পড়েছে নীল আকাশের বিশালতা।
আফ্রিকার শুভ্র কাক আর কৃষ্ণ বকের বিচিত্রতা।
দর্শনে মনে মৌনতা ভেঙে ফিরে এল এক অপার প্রফুল্লতা।


ছোট্ট কুটিরে ঘেরা
দূর দিগেন্তর সব পর্বতের চূড়া।
দ্বিপ্রহরে,মধ্য-দুপুরে উড়ছে তারা রাজহংসীরা-দিগন্তজোরা।
নির্মল প্রবাহে দুলছে গাছে লোহিত বর্ণের কৃষ্ণচূড়া।
প্রকৃতিকাতর মনে বেজে উঠল তাই সুরের দোতারা।


আচমকা ভেঙে গেল সব নীরবতা---
এক মুঠো খাবারের জন্য --দেখে এক পথ শিশুর ব্যাকুলতা।
দেয়নি কিছু তাকে ঔ পয়সাওয়ালা দূর দূর করে বলে-'যা অন্য কোথা'।
ধনীর দুলালী পয়সাওয়ালা
তারা বুঝে না ক্ষুদার জালা
সুবোধ কর উদয় তুমি--- তাদেরকে বিধাতা।
মুক্ত হস্তে কর দান --
করো নাকো মানব কে অপমান।
ঝেড়ে ফেলে সব কৃপণতা।


বিধি তোমার সৃষ্টি সমুদ্রের কি গভীরতা!
দিগন্তজোরা আকাশের কত বিশালতা!
কি অসীম তুমি! কি অসীম তোমার ক্ষমতা!
তবে কেন তোমার সৃষ্টিরসেরা মানুষেরা করে না এতটুকু মানবতা?
       ------বাবুল (02/10/16)