পর্বতের সুউচ্চ শিখরে অগ্নিগর্ভ হতে অগ্নিশিখার উল্কা উড়ে।
বায়ুমণ্ডলে তা শোষণ করে
কালো মেঘ হয়ে তা ঝরে, 'পরে এই ধরনীর তরে।
কি এমন জ্বালা তোমার বুকে
জ্বলছ কেন তুমি ধুকে ধুকে?
পৃথিবীর পাপ-তাপের তুমি কি একমাত্র জ্বালা মুখ!
অগ্নিলার্ভা নির্গমন করে ঘুচে কি তোমার এতটুকু দুঃখ?
তোমার অগ্নি চোখের বহ্নি শিখা।
কারো শুনে না করুণা-ভিক্ষা।
তোমার অগ্নিময় জ্বালায় পুড়ে ছারখার হয় সব বসত-ভিটা।
নরকের প্রতীকী হয়ে--অবুঝ মানব কে দাও এই শিক্ষা----
এর চেয়ে সত্তর গুণ বেশি আগুনে জ্বলে তোরা হবি- ছারখার
মানব!তোদের সুন্দর অবয়ব--পুড়ে সব---হবে নিরাকার।
বিচারপতি হয়ে যদি কর অন্যায়-অবিচার,
মজলুমকে করে জুলুম যদি নিজকে কর পাপে-পাপাচার।
মর্ত্যের সুখ হারাবে আবার--
নরকেও জ্বলবে অসীম-অপার।
অগ্নিয়গিরির অগ্ন্যুত্পাত আর ভূ-কম্পন,
প্রাকৃতিক দূর্যোগ পরিবেশের সব বিবর্তন---মোরা করি আমন্ত্রণ,
করিয়া মানব শোষণ-নিপীড়ন,ব্যাভিচার আর ধর্ষণ।
মর্ত্যেই কি তাই প্রভু দিয়েছে নরকের নিদর্শন!
           ---বাবুল(05/10/16)