'শুধু তোমার জন্য'


শুধু তোমার জন্য
পাহাড়ের ঐ চূরা থেকে এক ফালি মেঘ এনে দিব
শুধু তোমার জন্য
ফাল্গুনী হাওয়া দিয়ে বসন্ত
রাঙ্গাব
শুধু তোমার জন্য
আল্পনা দিয়ে গালিচা
আঁকব।
শুধু তোমার জন্য
সন্ধ্যা মালতী দিয়ে
গোধূলিতে সৌরভ ছড়াব।
শুধু তোমার জন্য
জোনাকির হিমেল আলো
দিয়ে প্রদীপ জ্বালাবো।
শুধু তোমার জন্য
রংধনুর সপ্ত রঙে নিজেকে
রাঙ্গাব।
শুধু তোমার জন্য
সন্ধ্যা তারা দিয়ে বাসর
সাজাব।
শুধু তোমার জন্য
গভীর সমুদ্র থেকে মালয়
সাগরে অভিযানে যাব।
শুধু তোমার জন্য
হিমালয়ের হিম বরফে সিক্ত
হব।
শুধু তোমার জন্য
তাজমহলের মতো ভালবাসার নিলয় বানাব-
ভালবাসার মূর্ত মানব
শাজাহান হব।
শুধু তোমার জন্য
শীতলপুরে উষ্ণ নিশ্বাস হব
ঊষা লগনে সূর্য মামার ঘুম
ভাঙাব।
শুধু তোমার জন্য
কুয়াশার চাদরে ঢাকা
প্রকৃতি হব-দূর্বা ঘাসের উপর শিশিরবিন্দু ছড়াব।
শুধু তোমার জন্য
রাখালের বাঁশির সুরে পল্লি
কিশোরীর রাগ্বি হব।
শুধু তোমার জন্য
আমি পেরিস হব ---ওগো অন্যান্য
তুমিহীন জীবন মম শূন্য-
এই আমিটা শুধু তোমারই জন্য ।
        -----বাবুল (04/10/16)