সূর্য সন্তানের সূর্যোদয়


        বাবুল মিয়া ইমন


আলোকোজ্জ্বল রোদেলা প্রহর;
নীল আকাশে মহুয়া বাতাসের
এক মাহেন্দ্রক্ষণে;
স্বাধীনতার এক সুপ্ত বাসনা
নিয়ে এসেছিলে তুমি
বাংলার সূর্য সন্তান।
জাতি ভুলেনি তোমায়,
ভুলবেনা তোমায়,
যতদিন রবে পদ্মা মেঘনা বহমান।
হে ! বঙ্গ বীর শেখ মুজিবুর রহমান।


52 এর ভাষা আন্দোলন
ছিষট্টির ছয় দফা
ঊনসত্তরের গণ অভ্যুত্থানে
যে গেয়েছিল স্বাধীনতার জয়গান
সেত তুমি বঙ্গ প্রাণ
সেত তুমি শেখ মুজিবুর রহমান ।


তুমি একাত্তরের মহাযাত্রায়
ত্যাগে সব স্বপ্ন অভিপ্রায়
নির্দেশ করেছিলে সাতই মার্চে দূর্গ গড়ার আহব্বান।
তুমিই স্বাধীনোত্তর সূর্যোদয়ে পহেলা সূর্য সন্তান।


কতবার ! ---কতবার হায় ! করেছ তুমি কারা বরণ।
এনে দিতে এই দেশকে লাল সবুজে মুক্তির আভরণ।
মুক্তিদাতা----
তুমি সর্বকালের মহানেতা
তাই স্বাধীন দেশের সূর্যোদয়ে তুমি এনেছ সব পূর্ণতা ।


ষোলই ডিসেম্বর, বিজয়ের প্রথম প্রহরে
আনন্দ মিছিল যখন শহর নগরে।
কারাগারে তখনও তোমার অশ্রু ঝরে
দৃঢ়তায় অপার তুমি; অসীম তোমার অবদান।
সে! বাঙালি জাতির প্রাণ----
স্বাধীন সূর্যোদয়ে তুমি পহেলা সূর্য সন্তান।
তুমি শেখ মুজিবুর রহমান ।