আহ্নিকগতি ও বার্ষিক গতির ভূগোলিক আবর্তনে-
ষড় ঋতুর সার্বিক পরিবর্তনে---
প্রাকৃতির ঐশ্বরিক আহব্বানে----
বার বার ফিরে আসে ঋতুরাজ বসন্ত
পলাশ কৃষ্ণচূড়ায় মন মনন হয়ে ওঠে অশান্ত।


মরা পত্র ঝরে তরু শাখায় গজে ওঠে নবীন পল্লব
শীতের জীর্ণতা ছেড়ে প্রকৃতি ছড়ায় লাল সবুজের সৌরব।
ঋতুরাজ বসন্তে মুগ্ধতা আনে দোয়েল কোয়েলের সুমিষ্ট কলরব
গাদা,পলাশ,শিমুল আর কৃষ্ণচূড়ায় প্রকৃতি যেন এক স্বর্গীয় অবয়ব।


তাই বসন্তের আগমনে---
পহেলা ফাল্গুনে--
প্রিয়ার সঙ্গোপনে--
খোপায় গুঁজে গাঁদা,
দূরন্ত তরুণী,বাসন্তী শাড়িতে ঘুরে বেড়ায় সর্বদা।
তার বাসন্তী প্রণয়
যেন আজ হবে বিনিময়
অতিক্রম করে,আছে যত বাধা।


বাসন্তী ঝড়
অনুরণিত করে সরোবর।
তাই সৃষ্টিশীলতার আবীরে
কবিরাও মেতে ওঠে নিবিড়ে।
লিখে যায় গল্প কবিতা তারা ধীরে ধীরে---
কবি গুরু ও নজরুলের বাসন্তী গান ও কবিতা তাই
রমনার বটতলায়---
আজও শুভা পায়---
তরুণ তরুণীর সুমিষ্ট সুরে।


তাই ঋতু রাজ বাসন্তী প্রণয়--
প্রকৃতির সাথে যেন মানবের চির অমলিন রয়।
             -------(14/02/17)