জাহান্নামের আগুন আমি, সব অন্যায় পুড়িয়ে করি ছাই
কবি আমি বিদ্রোহী, বিদ্রোহের গান গাই।
নিয়েছি আমি কলম হাতে লিখে যাই অগ্নির লেখা
তাদের গান গাই যাদের দু'চোখে অশ্রুর রেখা।
আমি রক্তাক্ত সূর্যের প্রথম আলো ছড়াই ঘরে ঘরে
বিদ্রোহী হাঁক হেঁকে রণভূমে যাই, শত্রুরা কাঁপে থরথরে।
আমি কৃষক, শ্রমিক, জেলে, তাঁতী, আমি ছাত্রদল আমি চির বহমান নদী, অবিরাম চলি ছলছল।
বিদ্রোহী গানে দিয়েছি সুর, আমি বিদ্রোহী রাঙা প্রভাত
প্রতিবাদী আমি, বিদ্রোহী আমি সম্মুখ পানে করেছি আঘাত।