বায়ান্নতে রক্ত দিয়ে
গড়া মাতৃভাষা,
এই ভাষাতে কথা বলে
মিটে মনের আশা।


বাংলা ভাষায় মনের ভেতর
লাগে ভীষণ দোলা,
এই ভাষাতে অনেক অনেক
দুঃখ যায় যে ভোলা।


বাংলা মায়ের বীর সেনাদের
রক্তে কেনা ভাষা,
মনের দুঃখ ভুলে দেশের
কামার, কুমার, চাষা।


ছন্দে ছন্দে কবি বলে
মনের যত কথা,
বলে বলে দূর করে
অনেক অনেক ব্যথা।


গানে গানে তুলে ধরি
লাগে যে ভীষণ বেশ ,
সুজলা-সুফলা মোদের
এই সোনার বাংলাদেশ।


সকাল আসে পাখির ডাকে
আমার বাংলাদেশে,
রাত্রি শেষে সকাল হলে
ফুল যে উঠে হেসে।


দোয়েল নাচে পাতার আড়ে
শিষ দিয়ে যায় হেসে,
কবি লেখে কাব্য যত
বাংলা ভালোবেসে।


জন্ম নিল সোনার সন্তান
বাংলার ঘরে ঘরে,
সোনার বাংলা হল আজি
তাদের হাতটি ধরে।


ওগো আমার বাংলা মাগো
আমি তোমার জন্য,
তোমার বুকে জন্ম নিয়ে
হলাম আমি ধন্য।


#বই- মনোলোভা বাংলাদেশ #কবিতা নং- ৩৪৪।
#রচনাকাল- ১৩/০৮/২০২২ খ্রি.।