একদিন ভেতরে ভেতরে একা হয়ে যাব
সেদিন স্বার্থপর মানুষগুলো থাকবে না পাশে।
একদিন প্রচুর কান্না করবো কিন্তু চোখে পানি থাকবে না
সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে
আমার দুঃখ দেখার কেউ থাকবে না
সেদিন বড্ড বিষন্নতায় ভেঙে পড়বো
শান্তনা দেওয়ার কেউ থাকবে না পাশে।

একদিন হাহাকার কষ্টে ছটফট করে দাপাতে থাকবো
আমার ছটফটে দাপানি কারো চোখে পড়বে না।
আমার বাহ্যিক চলাফেরা, কথাবার্তা দেখবে সবাই
ভিতরের যন্ত্রণা কেউ দেখতে পাবে না
দেখতে পাবে না কেউ আমার ভিতরের অসুখ
যে অসুখ জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিবে আমার ভিতর
বাইরে থেকে তা কেউ অনুভব করতে পারবে না।

একদিন ভেতরে ভেতরে একা হয়ে যাব
সেদিন নিজের ছায়াও হয়তো প্রতারণা করবে
যাদের জন্য খাওয়া-দাওয়া, ঘুম হারাম করেছি
তারাও হয়তো সেদিন প্রতারণার ফাঁদ বিছিয়ে দিবে
সেদিন বড্ড একা মনে হবে নিজেকে।
বড্ড একা....বড্ড একা....।
বেঁচে থাকাটা সেদিন উপহাসে পরিনত হবে
সেদিন আমার চারপাশে শত দুঃখরা উপহাস করবে আমাকে নিয়ে
তাদের উপহাসে কান দুটি আমার বিরক্ত হবে
মাথার ভিতরে তাদের কটুক্তিগুলো বারবার বাজতে থাকবে।
সেদিন আরো একবার মনে পড়বে একাই এসেছি পৃথিবীতে
খানিক সময়ের জন্য কিছু মানুষ পাশে ছিল
এখন আবার একা হয়ে গেছি
আবার একাই চলে যাব সবাইকে ছেড়ে।
ভেতরে ভেতরে সেদিন বড্ড একা হয়ে হয়ে যাব।

বড্ড একা হয়ে যাব, বড্ড একা হয়ে যাব, বড্ড একা।


#বই- সীমাহীন নিঃসঙ্গতা #কবিতা নং- ২৮৬।
#রচনাকাল- ০৮.০৭.২০২১ খ্রি.।