২০১১ সাল
ছেলেটি দশম শ্রেণির ছাত্র
হঠাৎ কি হয়ে গেল সারাক্ষণ ভাবনায় ভাবনায়
তার কেটে যায় রাত্র।
লেখাপড়ায় মোটামুটি
ছেলে হিসেবে বড্ড ভালো
এলাকায় সবার প্রিয়, বড় হবে অনেক,
ছড়াবে ভুবন জুড়ে আলো।
সকাল ৮ টার ব্যাচে কোচিং করে
গণিত স্যারের কাছে,
পরের ব্যাচে তার যে একজন
প্রিয় মানুষ আছে।
মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী
লেখাপড়ায় নাম আছে তার,
ভালো জানেন ছোট-বড়, এলাকাবাসি
এমনকি স্যার।
মেয়েটিকে দেখে দেখে ছেলেটি মনে
প্রেমের ছবি আঁকে,
সারাক্ষণই মনের মাঝে
ঐ মেয়েটিই থাকে।
প্রেম প্রেম খেলা মনে
আবেগে চলে দিন,
শোধ হবে না কোনোদিনই
এই সময়ের ঋণ।
বুকের বাম পাশে চিনচিনিয়ে
প্রেমের ব্যথা লাগে,
এমন করে বুকে হয় নি কম্পন
তাকে দেখার আগে।
সময়-অসময় তাকে দেখার
হয় যে বড্ড নেশা,
তাকে দেখার ইচ্ছে শুধু, কি করবে
পায় না খুঁজে দিশা।
প্রতিদিনই তাকে দেখতে কোচিংয়ে হয়
তারাতারি আসা,
তাকে দেখলে ছেলেটি যে
হারিয়ে ফেলে ভাষা।
হয় না কথা তাদের কভু
শুধুই দেখাদেখি,
মনের মাঝে চলে যেন
কাব্য লেখালেখি।
প্রতিদিনই মেয়েটি যে চুপি চুপি
দু-একবার চায়,
ছেলেটি মোনাজাতে প্রভুর দ্বারে কেঁদে বলে
যেন মেয়েটিকে সঙ্গি করে পায়।
বন্ধুরা মজা করে বলে
নানা রকম কথা,
মাঝে মাঝে না দেখলে যে
লাগে বুকে ব্যথা।
লুকিয়ে লুকিয়ে হয় যে দেখা
হয় না কথা কভু,
প্রতিদিনই বলবে কথা
যেন বলতে পারি প্রভু।
রাতের বেলা শুয়ে মাঠে শূন্যতা বুকে নিয়ে
আকাশ দেখে দেখে ভাবে,
প্রিয়তম তোমায় নিয়ে আনন্দ মনে
চাঁদ দেখব কবে?
এমন করে দেখতে দেখতে
একটি বছর কাটে,
তবুও যে হাল ছাড়ে নি
প্রেমের পথেই হাটে।
মেয়েটিও তাকে হয়তো
বড্ড ভালোবাসে,
তাইতো সে লুকিয়ে লুকিয়ে
মুচকি মুচকি হাসে।
২০১২ সাল
ফ্রেব্রুয়ারি মাসে,
সর্বশেষ দেখা হল
এস.এস.সি পরীক্ষা শেষে।
নানা রকম ব্যস্ততায়
আর হয়নি দেখা তাকে,
মনের মাঝে সারাক্ষণই
ছবি কিন্তু আঁকে।
হঠাৎ করে শুনতে পেল
মেয়েটি ঢাকায় গেছে চলে,
কেমন করে বুঝায় তাকে
তার হৃদয়টা যে জ্বলে।
তার জন্য কেঁদে কেঁদে
অন্তর হলো কালো,
তবুও এক সমুদ্র আশা বুকে
জ্বলবে আশার আলো।
এত্ত বড় ঢাকার শহর
তাকে কেমন করে পাই,
অনেক জায়গায় খুঁজেও তাকে
পাওয়া হয় নাই।
তবুও আশা বুকে, একদিন হবে দেখা
সেদিন হবে অনেক কথা,
সেদিন হয়তো ভুলে যাবে
এতদিনের ব্যথা।
দেখতে দেখতে চলে গেল
কতটি বছর,
সূর্য উঠল, কত দিন গিয়ে রাত হলো
হলো কত ভোর!
আল্লাহর দরবারে মোনাজাতে
তাকেই শুধু চাই,
হে প্রভু তাকে যেন
আপন করে পাই।


(কবিতাটি একজন বড় ভাইয়ের জীবনের বাস্তব ঘটনা থেকে লেখা।)
        রচনাকাল - ১০/০৫/২০২২ খ্রি.