আয়নায় তব প্রতিবিম্ব যেন মাধুর্যময় হাসে
শাদা রঙের মেঘবালিকা হয়ে ভেলায় ভাসে।


রক্তিম সূর্যের আলোতে পরেছে তোমার ছায়া
হ-য-ব-র-ল মনে জন্মায় সহস্র বছরের মায়া,
মায়ার জালে বাঁধ পরে মনের শতশত আশা
নবরূপে ফিরে পায় কবি, কাব্য লেখার ভাষা।


আকাশের নীল রঙে মিশে যায় মনের সব স্মৃতি
রহস্যের আঙিনায় মনে জাগে অসংখ্য অনুভূতি
জুড়ায় পরাণ দেখে তব মুক্তা চোখের  জ্যোতি।


# রচনাকাল- ২০/০৮/২০২১ খ্রি.।