খেলতে গিয়ে নাট আর বল্টু
করল কথা কাটাকাটি,
রেগেমেগে বল্টু বলে
দেখ এবার কে কত পারি?


এমন করে একটা সময়
দুজন করল মারামারি
বাকি সবাই মিলেমিশে
তাদের করছে ছাড়াছাড়ি।


নাট যে মারল বল্টুর নাকে
বল্টুর নাকটা গেল ফেঁটে,
বল্টু এবার দারুন খেঁপে
লুঙ্গি কষল দারুন এটে।


নাটের পেটে বল্টু এবার
মারল দাপস দোপস ঘুসি,
ঘুসি মেরে বল্টু এবার
হল অনেক অনেক খুশি।


অবশেষে দুজন তাদের
বাড়ি গেল ফিরে,
বল্টুর বাবা আসল এবার
রেগে নাটের ঘরে।


দুটি বাড়ির সবাই মিলে
হল অনেক কথা,
দুজনারি মা আর বাবা
পেলে অনেক ব্যথা।


ছেলেমেয়ের ছোট্ট ভুলে
মা-বাবা পায় কষ্ট,
এমন করে অনেক ঘরের
সম্পর্ক হয় নষ্ট।


রাস্তাঘাটে দেখা হলে
কথা হয় না কারো,
মাঝে মাঝে কথায় কথায়
ঝগড়া বাড়ে আরো।


এমন ফাজিল সন্তান হলে
মা-বাবার হয় জ্বালা,
ভালো সন্তান হলে তবে
মা-বাবার হয় ভালা।


আকাশ ছোঁয়া স্বপ্ন তাদের
সন্তান হবে ভালো,
জগৎ জুড়ে সন্তান তাদের
জ্বালবে নতুন আলো।


# রচনাকাল- ৩০/০৭/২০২২ খ্রি.।