বড্ড অভিমান তোমার।
সেদিন বলেছিলাম ভালো থেকো.....
সত্যি, তুমি ভালোই আছ।
সেদিন যদি একবার পিছু ফিরে দেখতে...
তাহলে বুঝতে, কতটা একা হয়েছিলাম।
তারপর...নিঃসঙ্গতা সঙ্গি হয়েছে।
মিথ্যে হাসিটা ভঙ্গি হয়েছে।
আঁধার রাতে চোখ হতে বৃষ্টি ঝড়েছে।
রাতের পর রাত ঘুম ভঙ্গ হয়েছে।
তবে, একজন আমার সঙ্গি ঠিকই হয়েছে
কে সে জানো..???
ওহ! তুমি জানবে কি করে!
আমার সঙ্গিটির নাম দুঃখ।
যে আমাকে ছেড়ে যায় না।
জাপটে ধরেছে।
আমি তাকে ছাড়তেও চাই না
কারণ একজন সঙ্গি থাকতে হয়
যে আমাকে অতীত মনে করাবে।
আমাকে ভীষণ ভাবে আকঁড়ে ধরবে।
মাঝে মাঝে হাসাবে, মাঝে মাঝে কাঁদাবে
হুম, সঙ্গি হিসেবে দুঃখ অনেক ভালো।
আমি দুঃখকে একটা নাম দিয়েছি
কি নাম দিয়েছি জানো..?
মিতা।
মিতা মানে বন্ধু।
সে বন্ধু হিসেবে ভালো।
আমাকে অনেক কেয়ার করে।
একদিন নরম ও মলিন কন্ঠে আমাকে বলে
কি বলে জানো...!
বলে তুই কি আমার সঙ্গি হবি..??
এতো করুন ভাবে একাকিত্ব যখন তার সঙ্গি
কি করে তাকে না বলি।
তাইতো বন্ধু করে নিলাম।
যখন বন্ধু হয়েছে, তখন কি করে তারে দূরে রাখি.....


    
#বই- সীমাহীন নিঃসঙ্গতা #কবিতা নং- ৩২৫।
#রচনাকাল- ১৪/০৩/২০২২ খ্রি.।