প্রবাস জীবন বড়ই কঠিন
সংসার ছাড়া থাকা,
শত শত দুঃখ-কষ্ট
মনে পুষে রাখা।


প্রবাসেতে আছি আমি
মন যে থাকে বাড়ি,
কষ্ট সহ্য করি ভেবে
হবে বাড়ি-গাড়ি।


আকাশ সমান স্বপ্ন চোখে
সংসার হবে সুখি,
সবার জন্য কষ্ট করি
নিজে হয়ে দুখি।


প্রবাস মানেই কষ্ট বুকে
চেপে চেপে রাখা,
নিজের স্বপ্ন ভুলে সবার
স্বপ্ন মনে আঁকা।


#বই- কারণে অকারণে ভালোবাসি #কবিতা নং- ২৯৯।
# রচনাকাল- ৩১.০৭.২০২১ খ্রি.।