অন্ধ জীবন হাতরে বেড়ায়,
পুরোনো সুখের কথা;
মন পুরে যার কাঠ কয়লা,
সে কিসে ভুলবে ব্যাথা!


আটকে থাকা বন্দী জীবনে,
নিস্তেজ এই শহরটাতে,
বেঁচে থাকাটাই মৃতের মত
শান্তি যেখানে আঁচড় কাটে;


তবুও মানুষ কৃত্রিমতায়,
এলিয়া দেয়া দেহটাতে,
উল্কা আঁকে নগ্নদেহের;
নগ্ন কিসব চিন্তা করে!


পাঁচ তারকা, সাত তারকা
হোটেল গুলোর গহব্বরে,
অসৎ দেহের জ্বালা জুড়ায়,
ভিআইপি'র লেবাশ পড়ে।


তবুও জীবন স্বপ্ন দেখে
এক এক করে দৃশ্যপটে,
কেউ পারে না বাঁধা দিতে,
স্বপ্ন যেথায় দেহ গড়ে।


হাজার লক্ষ স্বপ্ন গুলো,
ছেঁড়া কাঁথার ফুটো দিয়ে শিকড় গড়ে হৃৎপিন্ডে,
যন্ত্রনারা উকি দেয়,
খোয়া স্বপ্নের অন্তরালে।