অদ্ভুদ এক জীবন-
নিয়ে পথচলা আমার,
সুখের মুদ্রা থেকে দু:খের
কষ্ট থেকে আতিশায্যের
সব মুদ্রার পিঠ গুলি আমি দেখেছি!
জীবনের পরতে পরতে নাটকীয়তা,
অতি নাটকীয়তা-
আমাকে করেছে অসুস্থ;
আমার চিন্তা শক্তি গুলো কোন-
শৃঙ্খলে আবদ্ধ হয় নি ঠিকই,
কিন্তু ঘুর্ণিপাকের এক ভীষণ
যন্ত্রণা সহ্য করতে হয়েছে নিয়ত;
না পাওয়ার যন্ত্রণা পুড়িয়েছে আমাকে
তবু লোভী হই নি,
নীতিহীন সুযোগ গুলো পায়ে পড়েছে অনেকবার,'
বিসর্জন দিইনি নিজেকে;
ভুল করিনি, সে কথা বলার-
ক্ষমতা আমার হয়ত নেই,
তবুও ভুলকে জেনেশুনে আলিঙ্গন করি নি।
আমার আমিকে বারবার খুঁজতে গিয়ে
ভুল আমিকে যেমন আবিস্কার করেছি
তেমনিভাবে সেই ভুলের
আবর্তে সঁপেও দিইনি নিজেকে।
দৈততায় পড়েছি অনেকবার
হেরেছি বা জিতেছি কতখানি সে আক্ষেপেও পুড়িনি;
কেমন যেন অদ্ভুত জীবন আমার
পেয়েও পাই না, হারিয়েও খুঁজি না;
পুর্ণতা কি অনুভব করিনি তার অনুভুতিগুলো,
অহংকার বাসা বেঁধেছিল হয়ত,
দূরে ছুড়ে দিতেও কার্পণ্য করি নি;


সব মিলিয়ে এই আমি,
দীর্ঘশ্বাস যার চির সঙ্গী!
অথচ জানি না কেন আমি এমন,
পুর্ণতা, প্রাপ্তি, অহং এসব
বুঝি আমার জন্য ন'ই,
এরপরেও কেন অনেক কিছুই
পেতে চাই, পাই না, পাব না জানি,
তারপরেও পেতে চাই....