মেঘ বালিকা বুঝিস কি তুই
কষ্টে আছি?
বুঝিস কি তুই
কষ্টে আমার প্রহর কাটে?
প্রহর গুলো নষ্ট বেশি,
কষ্ট বেশি,
জ্বালায় শুধুই;
পুড়ি আমি অনল মাঝে,
পুড়ি আমি লুকোচুরি খেলার মাঝে;
জানিস কি তুই এমনই আমি,
এমনই আমার ভাগ্য রেখা,
এমনই পুড়ি সকাল সাঝে,
শান্ত সকাল, প্রখর রৌদ্র, স্নিগ্ধ বিকেল,
পোড়ায় আমায়, পুড়ি আমি-
অজানা সেই ভাগ্য রেখায়!
বুঝিস কি তুই হয় না আমার কোন কিছুই,
শুন্য খাঁচা, শুন্য আমি
থেকে থেকে সবই ভুলি
আবার সবই ফিরে এসে-
দেয় হানা সেই শুন্য বুকেই।
মেঘ বালিকা বুঝিস কি তুই
কষ্টে আছি?