মনের ভিতরে যে মন আছে
চোখের ভিতরে যে চোখ,
দেহের ভিতরে যে বিস্ফোরণ
সত্যের বাইরে যে সত্য
তা কি উপলদ্ধি করেছ কখনো?
দেখেছ কি জীবন কত তুচ্ছ,
সময় কতটা মুল্যবান,
আঘাত কতটা গভীরের,
যন্ত্রণা কতটা জ্বালাময়...
দেখেছ কি? দেখনি তো!
এভাবে ভাববে কেন?
ভাববার সে সুযোগ তো জীবনের নেই;
বরং জীবন যেখানে যেমন
সেটাকেই মেনে নেয়া-
বোধয় বুদ্ধিমানের কাজ।