অপরাধ না করো অপরাধী


বিচার করো বিচারপ্রতি
বিচার করো তুমি
অপরাধ না করো অপরাধীই আমি
ছোট বড় মানতে গিয়া
অপরাধী হলাম আমি


বিচার করো বিচারপ্রতি
বিচার করো তুমি
কি দোষে হলাম আমি
এই সমাজে অপরাধী
জানি না তো আমি


বিচার করো বিচারপ্রতি
বিচার করো তুমি
সবর্দাই  সব দেখ তুমি
যদি মনে হয় কোনো কাজের অপরাধী আমি
হিসাব রেখো সাজা দিয়ো তুমি


বিচার করো বিচারপ্রতি
বিচার করো তুমি
অনেক সময় ভুল হয়ে যায়
না জানার মধ্যে দিয়ে
সেই ভুলেই বিচার করো তুমি


কিন্তু, বতর্মানের বিচারে’তে
অপরাধী নয়গো আমি
সঠিক বিচার করো তুমি,
সঠিক বিচার করো