যেদিন মরণ হবে


আজ না হয় কাল আমার মরণ হবে
আমি মৃত্যুর মধ্যে বেঁচে থাকতে চাই।
আমার মরণ হলে এসো সেই আয়োজনে
করতে আমাকে চিরবিদায়।


যে-ই পথে আমি হাটি
সেই পথে অন্ধকার একটু খানি বেশি।
পথ ধরে বসে থাকো তুমি
চিৎকার করে কান্না কাটি করবে সবে।


কেউ’বা করবে কান্না কাটি
কেউ’বা  কাটবে মাটি
কেউ’বা কাটবে বাঁশ
বুক ফাটিয়ে কাঁদবে সবার।


আমার যখন মৃত্যু হবে
কত-শত সাথী বলবে
তোমায় ছেড়ে কেমন করেন
থাকবো এই পথে ওগো প্রিয়।


কত বেদনা আর মর্মস্পর্শি সেই দিনটা।
একে একে সবার যাবে ভুলে ।
জানি, আমিতো এমন কেউ না
যে কেউ এই দিন টা স্মৃতি সরণ করে রাখবে।


জানি না,  কেউ আমাকে  খুশি মুখে বিদায় দিতে পারবে কি না?
মৃত্যুর মতো স্হিরহয়ে  যাবে।
স্তব্ধতা তোমার নিঃশ্বাস
মাগো করো না কান্না কাটি
বিদায় দাও আমায়।