নিভে যাচ্ছে একে একে সবগুলো সূর্যের আলো!
ধীরে ধীরে পুড়ে যাবে প্রতিটি বাল্বের তারা,
এ নগর ভুলে যাবে শীতের প্রকোপে বাসন্তীকাল!
প্যাঁচাদের চাঁদগুলো ল্যাম্পপোস্টে ঝুলে আছে,  
নামছে মননে লোহিতবামন শেষ করে আয়ুষ্কাল!
অরোরা তুমি শেষ বিকালে জ্বেলে রেখো আলো,
যদিও সৌর আলো তোমারই বেশি দরকার!  


ঘাসগুলি জ্বলছে মখমল আগুনের মিষ্টি গন্ধে,
পুকুরের ঢেউয়ে ডুবেছে হাঁসের রাজকীয় পাখা,
মরে যাবে সব গ্রহ উল্কার মতো সময়ের রন্ধ্রে!
তবুও অরোরা তুমি পৃথিবীর চোখে বেঁচে থাকো-
আরো কিছুক্ষণ! আরো কিছুকাল!
মেরূর বরফ এনে শান্ত করে অনন্ত বিশৃঙ্খলা,
অমরত্বে পৌঁছে যাও লক্ষ কোটি বার!!