তারাগুলো ঝরে যাচ্ছে জানো নিয়নের ফুলে,
নার্গিস বন কালক্রমে জন্মেছে এ শহরে এখন!
প্রতিধ্বনিরা খেলা করে  উর্ধ্বে পতিত ছলে,
নাগরিক কলা ভবনের দূষিত প্রান্তরের শমন,
জোর করে ডাক দেয় তোমাকেই প্রতিদিন!
ভাঙ্গতে এ মৃত নগরীর দানবীয় আকার,  
বাঁচাতে নার্গিস, বিদূষী তোমাকেই শুধু দরকার!


বড় বড় বাড়িগুলো হচ্ছে ধীরে ধীরে বাষ্পীভূত,
রাস্তায় পিষে যায় থরে থরে পড়ে থাকা নার্গিস!
দানবীয় শকটের চক্রের চাপে তবু হয় উদ্ভূত,
অনেক ইন্দ্রজালে লটকানো স্বপ্নের দিনক্ষণ!
বাঁচাতে আশার দিন বিদূষী তোকে খুব প্রয়োজন!