স্নিগ্ধ সকাল এলে শিশিরের জলে ভিজে,
যখন ব্যস্ত শহর ভুলে থাকে তার কলরব!
আফিমের নেশার মতোন গুটিগুটি পায়ে,
আগায় নাগরিক ব্যস্ততা প্রেমিকের মতো।
তখন ভাংগলে ঘুম আয়েশে এলানো,
শেষ স্বপ্নটা দেখে তুমি তবে চোখ মেলো,
ফেলে এসোনা তাদের কোন অন্ধপুরীতে!
তোমার চুলের খাজে আংটির ভাজে,
গুছিয়ে যত্ন করে সবগুলো স্বপ্নকে কাল,
তুলে তুমি এনো!!


স্বপ্নরা একদল ডানাওয়ালা পাখি হবে,
মেঘেদের ঘন কালো দিনের এই শহরে!
ধুলোওয়ালা গাছেদের পাতার মর্মরে বাজা,
ব্যস্ত কান্নায়,
তারা আশা হয়ে উড়বে তো উড়বেই!