খোজ নিও চৌরাস্তায়, মোড়ের ভীড়ের হট্টগোলে,
সাদা নীলের ট্রাফিক পুলিশ দুপুর রোদে ক্লান্ত হয়ে,
ব্যস্ত হলে দাড়িয়ে ঘুমের আয়োজনে!
সিগনালের লাল হলুদের পাগলামিটা সবুজ হলে,
খোজ লাগিও আমার, হঠাৎ আমি হারিয়ে গেলে।
হাজারো মুখ চলন্ত সারি, ভাংগা চোড়া কিছু গাড়ি,
ডিজেল পোড়া বাতাস ভারী, বন্ধ নিঃশ্বাস!
সেই মোড়েই এই অধমের খোজ করো বারংবার।
খুজে পেলে ভালোবেসো, খুব রাগলেও একটুখানি!
মোড়ের কোণে ফুলের দোকান, গন্ধ তাজা বেশ,
দুই একটা ফুল এনে দিও তাতেই হবে!
খোজ না পেলে হাওয়ার বুকে মনে মনে চিঠি লিখ,
পৌছে যাবে আমার কাছে তোমার চোখের জল
কতো নদী পার করেছে এতোকালে তোমার কথার,
না বলা বহর! জেনে যাবো এক দুপুরেই!
সত্যি বলছি জেনে যাবো! বুকের ভিতর লুপ্ত খবর!


তোমার বাসার বায়ের ধারে ঘাসে ভরা চিলতে মাঠ,
নীল পুকুরে সকাল দুপুর জমে থাকে দুঃখ ভীষণ।
হঠাৎ আমার খোজ না পেলে,
সকাল বেলায় কাচের মতো অল্পতেই ভাংগলে মন,
সেই পুকুরের পদ্ম পানায় খুজে দেখো কষ্ট করে।
পাবেই যে তার নেই কোন ঠিক! তবুও করো সন্ধান!
জলের সবুজ ছায়ায় যখন ভাসবে তোমার প্রতিচ্ছায়া,
তারই ভাজে পেয়ে যাবে তোমার পাশে আমার কায়া!
একান্তই নাই যদি পাও, বার্তা দিও নীলসারসের পাশে,
সেই সন্ধ্যায় পৌছে যাবে তোমার খবর আমার কাছে।


তোমার বাসার তিনতলা ছাদ, শুনেছি অনেক উঁচু,
মাঝে মঝেই মেঘ ধরতে উড়াও ঘুড়ি নকশাকাটা,
শুনেছি তোমার মুখেই, তা থেকেই এমন কল্পনাটা।
বলতে তুমি মেঘদূতরা তোমার ছাদেই নামবে একদিন,
নেমেছিল কি কোন শ্রাবণে? তা এখনো হয়নি জানা!
কোন এক ঘন মেঘের দিনে হঠাৎ আমি নিখোঁজ হলে,
ভয় পেয়োনা কিন্তু তুমি! একদৌড়ে ছাদে যেও,
মেঘের ফাকে খুজে দেখো, খুটিয়ে খুব যত্ন করে।
পেতেও পারো আমার দেখা!
আর না পেলে একটি গোলাপ তুলে নিয়ে ছাদবাগানে,
পাপড়ি গুলো ছড়িয়ে দিও রঙিন তুলির ভংগিমায়,
আমার কাছে পৌছে যাবে মেঘবাতাসে এক লহমায়!