মনে হয় বসে আছি দুজনে,
সৌরতারা ছাওয়া জোনাকির গালিচার উপর,
রাতটা গভীরতর হলে কুয়াশার নীলবনে!
সেখানে পদ্ম ফোটে ড্রাগনের চোখের মতো,
শরীর কাঁপানো হিম জলের ভিতর!
ম্রিয়মাণ চাঁদের আলো,
নেমেছে অমসৃণ ছাদের উপর।


হলুদ আলোয় ফুটেছে শিশির কণা,
বিলাসী মেঘেরা দেখো কেমন মেলেছে ফণা,
ঝড়ো হাওয়া নিয়ে অস্থির পৃথিবীর আকাশ!
বসে আছি দুজনে!
হলুদ শিশিরে স্তব্ধতায় চুপ মেহগনি বন,  
স্থির হয়ে আছে আমাদের সময় ও জীবন,
যেন অনন্তে ভাসা দুটি অধরা স্পন্দন!