কথা ছিল মহাযুদ্ধ শেষে তারা ফিরে যাবে ঘরে!
ধ্বংস, রক্তের পূতিময় খেলাঘর হবে যাদুঘর।
স্কুলের শিশুরা হাঁসের পালকে রেখে মুষ্ঠিবদ্ধ হাত,
দলিলে শপথ নিয়ে কাটালো পুরো চুয়াত্তর বছর,
অর্থহীন স্লোগানে থামাতে পারমাণবিক সুনামি!
কথা ছিল তারা দলবেঁধে ফিরে যাবে ঘরে!  
সবগুলো অক্টোপাস একযোগে গুঁটিয়ে হিংসার শুঁড়,
পুরনো হিসাবের মতো মরে যাবে মহাফেজখানায়!
সম্পাদকীয় ভরা আলকাতরার ব্যর্থ কালির হরফে,
লিখা ছিল তারা ফিরে যাবে ঘরে!


তবু দজলা ফোরাত ভাসে কলিঙ্গের লাশের বন্যায়,
সোনার মোড়ানো পাতে বৈধ হয় সব অন্যায়!  
হিংসার অক্টোপাস অদৃশ্য পোশাকে গড়েছে কলোনি,
সভ্যতার শরীরের প্রতিটি কোষের ভিতর!