জানি অপেক্ষায় আছো!
অপেক্ষা দীর্ঘতর হয় অন্থহীন অমাবস্যার স্রোতে,
একফালি চাঁদের অপেক্ষায় পার হয় শতবর্ষী রাত!
আমাদের কষ্টরা কালো গাছেদের লম্বাটে ছায়াতে,
একবিন্দু উল্কার অপেক্ষায় জ্বলজ্বলে চোখ নিয়ে,
প্রতিদিন বেড়ে যায় রাতের আলোর অস্পষ্টতায়!
তবু অপেক্ষায় থাকো জানি! খুব সাধারণ আশায়,
দেখা হবে আমাদের রাত্রির হাসনাহেনার ছায়াতে!


জানি অপেক্ষায় আছো!
বরফের সময়ের মতো শীতলতা নিয়ে নীলপাখিরা,
যেমন ডেকে যায় পৃথিবীর কান্নার সুরের তালেতে,
ভাংগা বরফেরা খানখান হয়ে বড় হয় যেই কষ্টেরা!
তাদের রেখে কোলের গভীরে কাটায় জীবন যারা,
তাদের মতোই তুমি অপেক্ষায় আছো তীব্র আগ্রহে!
ভাগাভাগি হবে সব দুঃখের মেরুর বরফের বিরহে!
অপেক্ষায় আছে নীলপাখি! অপেক্ষায় আছি আমি!


অপেক্ষায় দীর্ঘতর হয় আরব্য রজনীর রাত ও দিন,
গল্পের স্তম্ভেরা অপেক্ষায় বুড়ো হয়ে যায় অবশেষে,
আসে দৈত্য দানোরা, কষ্টরা সব হয়ে যাবে প্রবীণ!
তবুও আজন্ম অপেক্ষায় কেটে যাবে দিন আমাদের,
বালির কণার মতো ক্ষয়ে ব্যয় হবে এ নশ্বর জীবন!
অপেক্ষায় কাটাবো আমরাও দুজন অনেক জন্মান্তর!