উড়ে যেতে তোর আকাশে, মন চায় পাখি হতে,
পাড়ি দিয়ে মেঘপাহাড়, ছুঁতে চাই তোকেই আবার!
পারলে রাখিস মনে, অসীম নীলের ছোট্ট কোণে,
খোঁজ পেলে আমার ডানার, ডাকিস আস্তে করে,
উপত্যকায় পথ হারালে,তোর দূত মেঘকে পাঠাস,
বৃষ্টির পাত্র ভরে পাঠালে তৃষ্ণার জল,
সত্যি উড়বো আবার খুঁজতে তোর লুপ্ত আকাশ!
যদি পাই গহীন নীলে, মেঘেদের গভীর বনে,
লুকানো আকাশটা তোর, হারানো আলোর সাথে!
জড়িয়ে নিব আবার যেমন হতো আদিম যুগে!  


নভোসমুদ্রে উত্তাল আলো বাধাহীন যে উচ্চতায়,
পরিযায়ী পাখির কারসাজিতে, ছেড়ে ভর নিশ্চিন্তে,
সরিয়ে মেঘপর্দা যদি উঠি অনেক দূরে,
খুঁজবোই আকাশটা তোর পেতে বাঁচার শেষ ভরসা!
তোর পালকের স্পর্শ পেলে ইচ্ছামতই হারিয়ে যাব,
তোর পাখাতে আমার পাখার অল্পখানি স্পর্শ দিয়ে!