একটি দাড়কাক ছলছল চোখ,
হাই ভোল্টেজের তারে ঝুলে আছি সকলে,
ভোরের শরীর খাচ্ছে কুরে দুরারোগ্য অসুখ!
মাতালের হাতে তুলে দিয়ে কামার্ত হাতি,
নগরের বৃদ্ধ যযাতি! কালো স্কচটেপে,
আটকে দিয়েছে তার মুখ; নিদারুণ আকুতি,
মাথা নাড়ে দাড়কাক,
এমন আশ্চর্য খেলা দেখে সে অবাক!
বালুকণা গুণে একদল পোক্ত কেরানী,
বসাচ্ছে হিসাবের খাতায় জীবনের সমস্ত ক্ষতি!
একটি দাড়কাক ছলছল চোখ,
উষ্ণ সকালে ভেবেই পায়না-
মানুষেরা কেন এতো অদ্ভুত লোক?
এখনো হিংস্রতা কমে যায় প্রেমের ওষুধে,
এই ভেবে নেমে এসে জলের নুপুর,
হুট করে মিশে গ্যালো মায়াবী আলোয়!
তবে কি প্রেম মেয়াদোত্তীর্ণ নিদান?
উড়ে যায় দাড় কাক, দুই, তিন, অজস্র কোটি,
ভাবে একি উদ্ভট মানুষের জীবন বিধান!
ঝুলছি সবাই ধরে হাই ভোল্টেজের তার,
নীচেই গর্জনে মত্ত আগ্রাসী পশুরা উন্মাদ!
চিড়িয়াখানার গেট কেউ কি খুলেছে ভুলে?
নোম্যান্সল্যান্ডে ঝুলে অবশ আকাশ,
তুমিহীন বিবর্ণ হলদেটে! কয়েকটি ভদ্র কাক-
বসে পদ্মাসনে,
ভাবে-'ডাস্টবিনে জমা আছে অনেক খাবার!'
উপভোগ করা যেতে পারে,
মানুষ নামের বিচিত্র প্রাণীটার কাজ কারবার!


অধিকপক্ক ফলের মতো টুপটাপ ফেটে পরে,
এই ভোরে একটা মেগা সাইজের চাঁদ,
কেঁপে উঠলো বাগানে সাজানো ছাদ,
বসে দ্যাখে কয়েকটা দাড়কাক,
নীরব সন্তের মতো আসনে নির্বিকার, নির্বাক!
সর্বভুক ক্ষুধা নিয়ে তারা পানীয়ের অপেক্ষায়,
শূন্য হয়ে আছে শেষভোজের পানপাত্রটি,
সমস্ত ঘুম কি প্রকারান্তরে তৃষ্ণা আনে?
দাড়কাকে চেয়ে দেখে নগরের মৃত্যু মঞ্চটি,
কতো প্রেম এলো গেলো; শুধুই পিপাসা সঞ্চয়ে,
গলা শুকিয়ে কাঠ প্রায়,
দাড়কাক শান্ত বসে; তারাও তো পানি চায়,
এই শহরের অনেক চোখের জল; তীব্র দহনে,
বাষ্পীভূত হয়ে ধীরে ধীরে মেঘে মিশে যায়,
কালো পাখি গুলো কি বসে তারই প্রতীক্ষায়!
তুমিও কি প্রেমহীনা হলে? নাকি প্রেম ছেড়ে,
গিয়েছে তোমাকে? ফিরবে না আর!
কিছু দাড়কাক উড়ে গিয়ে চোরা অলি গলিতে,
বেনামী ভুতের ভয়ে ছেড়ে কর্কশ আর্তনাদ,
ফিরে এলো তো আবার!


ঝুলে আছি সকলে হাই ভোল্টেজের তারে,
যে কোন সময় পুড়ে যাবে শর্টসার্কিটে,
সমস্ত আহ্লাদ!
সবদিকে রাইফেল করা আছে তাক,
সামান্য এদিক ওদিক হলে পুড়ে যাবে,
অসহায় হাত! পায়ের নীচে ইলেকট্রিসিটি মুড়ে,
শুয়ে আছে বাইনমাছের মতো কাঁটাতার!
সব জানি, সব বুঝি, নিষিদ্ধ গ্রন্থ পড়েছি তো,
বাদুরের মতো নিশছিদ্র আঁধারে!
তবু কিই বা করার আছে বলো-
তোমার কিংবা আমার!
চাঁদিয়াল ঘুড়ির মতো ডানা ভরা হাওয়া নিয়ে,
দাড়কাক আসে যায় ছলছল চোখ,
মুক্ত আকাশে তাদের কাটাকাটি অকপট!
হাই ভোল্টেজের তার, দুম করে শুরু হবে ঝলকানি,
কতোগুলো দাড়কাক,
কালো কালো চোখ; মানুষকে নিয়ে করে-
কানাকানি!