ইলেকট্রনের মতো অনিশ্চিত হলে উপস্থিতি,
পারমাণবিক কক্ষে ঘুরে ভালোবেসে যাব,
যদি তোমাকে রেটিনায় আর নাও ধরতে পারি,
তবু ভালোবেসে যাব উৎক্ষিপ্ত শক্তির স্পন্দনে!

নিউরনে বাজলে অসম্ভব তীব্র তরংগের খেলা,
বর্ণালী হয়ে প্রিজমকে ছুয়ে বের হলে সাতরং,
তোমার নামেই বদলে দেবো সমস্ত সমীকরণ!