ক্রমশ যাচ্ছে বেড়ে দূরত্ব আমাদের,
মহাকাশে চোখ মেলে নক্ষত্রদের দেখিনা আর!
বিচ্ছিন্ন কাছিম যুগলের মতো যাচ্ছি কি ভেসে,
অয়ন বায়ুর স্রোতে!
এখন তোমার ঘ্রান ধীরে ধীরে হচ্ছে ম্লান,
তবু বাতাসে শুকে তোমাকেই খুজি আপ্রাণ!


নিরক্ষ রেখায় আমার অক্ষ ঘুরছে তো ঘুরছেই,
যাদুগ্রস্ত লাটিমের মতো!
পরাবাস্তব শহরেরা তোমাকে মরীচিকায় মেখে,
পালাচ্ছে বুনো সাপের মতো আলোর গতিতে!
তবু হাতে নিয়ে একটি চন্দ্রমল্লিকার চারা,
গোলার্ধ ঘুরে তোমাকেই খুজে ফিরি,
মাঝে মাঝে ঝড়ো বাতাসকে করি তাড়া!


মহাদেশীয় সঞ্চারণে সরে যাচ্ছে বসতি,
অকৃত্রিম সামুদ্রিক লাভায় গলে চুনের খোলস!  
জোয়ারের বুকে জমা দুঃখের গতি,
আমাদের সরাচ্ছে বিপরীত মেরূতে দ্রুত!
মোমের দেশেতে খেলা আলোর পুতুলেরা,
দূরে সরে যায় প্রশান্তিক ঝড়ে।
তবু আজন্ম খুজি অচিন সওদাগরী তরী,
কোন এক ভোরে ফিরবো আবার প্রিয় তীরে!
অপেক্ষা করো প্রিয়তমা!