বায়ুমন্ডল ছেড়ে আমাদের হিলিয়াম বেলুন,
অতিক্রম করে গেলে অভিকর্ষীয় ত্বরণ,
পৌছে যাবে বুধ গ্রহে সৌরসীমায়!
তাপের মাত্রা গলালে থার্মোমিটারের কাচ,
বাষ্পীভূত হবেই পারদ!
বানাবো আমাদের ঘর নেপচুনীয় বরফে,  
প্লুটো থেকে কিনে এনে ঋণাত্বক শীতলতা,
ভরাবো প্রতিটি কোণ;
তবু তুমি নির্ভয়ে প্রথম মানবী হয়ে,
হিলিয়াসকেই দেখো খুব কাছে থেকে,
বাঁচিয়ে চোখের আলো!
সুর্যসাক্ষী রেখে, ভেংগে সব অসাড় নিয়ম,
সেইদিন রাখবোই হাতের আলিংগনে হাত!