পৃথিবীর সবগুলো অগ্ন্যুতপাত থাক আমার জন্য জমা!
লাভায় ঢেকে যাক পরিচিতি মাঠ; তবু ভালো থাক সে!
মাথার স্নায়ুতে  উৎপন্ন পাগলামিরা মাতুক উন্মাদনায়,
আমার আমির ঘটুক বিলোপ, তবু ভালো রেখো তাকে!
যুদ্ধ বিমানের ঠোঁট  ছুড়ুক আমাকে অব্যর্থ মিসাইল,
দশ দিকে হোক জোর বিস্ফোরণ, তবু সে ভালো থাক!
সবগুলো প্রিয়ফুল বেচে দিতে পারি পেলে নিশ্চয়তা,
বিনিময়ে দেয় যদি কেউ "অনবদ্য তার ভালো থাকা"
আমার শ্রবনে বন্ধ করে দিতে পারি মেনুহীন, বিটোফেন,
যদি তবু আসে তার দেশে নিরবধি স্বর্গীয় সুরের জলধি!


অমরত্বের সুধা নির্দ্বিধায় করবো পাচার এড়িয়ে পাহারা,
যদি কেঊ কথা দেয় আজ- তাকে ভালো রাখবেই তারা।
নীলকন্ঠের মতো আবার দুঃখের মালা জড়াবো গলায়,
যদি জানা যায় এতে তার কষ্টের বিষ সবটুকু ঝরে যাবে!
কুরূক্ষেত্রে শত্রুদের সব শর্ত মেনে অস্ত্র ত্যাজি মৃদু হেসে,
তার সব কষ্ট নিয়ে যেতে রাজী আমি নিঃশর্ত বনবাসে!