নাটকীয় ভাবে সকাল গড়িয়ে দুপুর আসে ।
সকালের খোঁজ নেয়া হয়না ।
বিকেল টাও ফাঁকি দিয়ে সন্ধ্যায় ঠেলে দেয় ।
আবছা আঁধারে নীল আকাশের
ধূসর রূপটাই চোখে পড়ে ।
তারপর?
কালো থেকে আরও কালো,
ভয়াল আর্তি জাগে শরীরে,
শিরার প্রতিটি রক্তিম গলিতে
জানান দেয় অজানা অশুভ আগমনি ।
আর আমি জেগে থাকি,
ভয়ে জেগে থাকি ।
ঘুমের ঘোরে চির কালোতে মিলিয়ে যাবার ভয়...।
অথবা জেগে থাকি
নতুন স্বপ্নকে বাঁচিয়ে রাখতে,
দুঃস্বপ্নে পরিণত হওয়ার আগেই
বসিয়ে দেই পাহারা......।