: কি ব্যাপার?
মুঠোফোনে আজকাল তুমি বেশ অনিয়মিত যে?


- কি বা করার থাকে বলো?
টেলিকম কোম্পানিগুলো আমার যেন রক্ত চুষে খাচ্ছে।


: দৈনিক মাত্র বিশটি টাকা,
হাতটা যখন পোক্ত করে ধরব তখন কিন্তু হাজার গুনের ঝড়।
বিশ হাজারের ধাক্কা তুমি সামলে নিতে পারবে তো?


- দেখ সুন্দরী মিথ্যে বলতে পারবো না।
"তুমি পাশে আছো তো আমি হ্যান কারেঙ্গা" বলছি না।
তবে ছেঁড়া কাপর পরে যদি রাত জেগে ওই চাঁদ গিলতে বলি মুচকি হেসে দিও।
পেট পুরে আমরা দুজন চাঁদের সাথে গিলবো গোটা নিশি
তখন ঢেঁকুর তুলে বলো "আহ! খুব খেলুম"


: বিরক্তিকর এই গাল ভরা শব্দ যদি না থামিয়েছো
তবে তোমায় তোমার কবিতাসুদ্ধু মাখিয়ে খাবো।


- কবিত্বের উপর রমণিদের এই অত্যাচার কবে থামবে বলতো?
আর তো রক্ষে নেই বোধহয়।