সত্যের মাঝে সত্য আমি মিথ্যের মাঝে- মিথ্যে
সব কিছুই বহন করি আমি যে নায়ের মাঝি।
যে রূপে চাইবে সে রূপে পাইবে
চলছি আমি নিরবধি অনন্ত কালের স্রতে একই মাটির তরীতে।
হেতৈষী অন্বেষনে দেই পাড়ি শীতলক্ষারে,
পর পৃষ্ঠ পাথারে প্রপ্তিতে হলে দেড়ি
একাই হাটিঁ আপন স্বজন ছেড়ে পৃথিবীর পরিপাটে।
আলোকে ঝলকে সকালেরও সূরূজ
মৃওিকা ভেদে ওঠে মেতে চির সবুজ।